× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের মারামারি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ মে ২০২৪, ০৬:৫৭ এএম । আপডেটঃ ১৮ মে ২০২৪, ১২:০২ পিএম

তাইওয়ানের পার্লামেন্টে মারামারি করছে এমপিরা। ছবি: রয়টার্স

তাইওয়ানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দেশটির সংসদ সদস্যরা। শুক্রবার একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরুর পর সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একে-অপরের ওপর লাফিয়ে পড়েন, কিল-ঘুসি মারতে থাকেন। ধস্তাধস্তি এবং কিল ঘুষি ও চিৎকার শুরু হয় অধিবেশন কক্ষেই। স্পিকারের আসনের পাশেই এমন কাণ্ড দেখা যায়। খবর- রয়টার্স।

কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন

ভিডিও ফুটেজে দেখা গেছে, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পরে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

কিল ঘুষিতে জড়িয়ে পড়েন এমপিরা

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষ বাঁধে।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে ঘটল এ ঘটনা ঘটলো। জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার কথা রয়েছে। কিন্তু লাইয়ের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষ বাঁধে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.