× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহিংস বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ মে ২০২৪, ০১:২০ এএম । আপডেটঃ ১৭ মে ২০২৪, ০১:২১ এএম

চবি: সংগৃহীত

তুরস্কের কুর্দিপন্থী একটি দলের সাবেক প্রধানকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০১৪ সালের সহিংস বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে গতকাল বৃহস্পতিবার সেলাহাতিন দেমিরতাস নামের ওই নেতাকে এই সাজা দিয়েছেন আদালত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সিরিয়ার কোবানে শহর দখল করার পর ওই বিক্ষোভ শুরু হয়েছিল।

২০১৬ সাল থেকে কারাগারে আছেন ৫১ বছর বয়সী সেলাহাতিন দেমিরতাস। তুরস্কের নির্বাচনে তিনি দুবার তিনি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন। রাষ্ট্রীয় ঐক্য এবং দেশের অখণ্ডতা ক্ষুণ্ন করাসহ বেশ কিছু অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে সেলাহাতিন দেমিরতাসকে।

আঙ্কারার উপকণ্ঠে সিনকান আদালত পিপল’স ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সাবেক সহসভাপতি ফিজেন ইয়ুকসেকদাগকেও ৩০ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তুরস্কের বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি এবং অধিকারবিষয়ক সংগঠন এমএলএসএ এ তথ্য জানিয়েছে। এসব মামলার শুনানির পর এইচডিপি দলটির (পরিবর্তিত নাম ডিইএম) কয়েকজন আইনপ্রণেতা জাতীয় পরিষদে এই দুই কারাবন্দী নেতার ছবি টানিয়ে দিয়েছেন।

অধিকারবিষয়ক সংগঠন এমএলএসএ বলেছে, মামলার রায়ের পর পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠার আশঙ্কায় কুর্দি ও সিরীয় নাগরিক অধ্যুষিত অন্তত ১৪টি প্রদেশের গভর্নররা নিজ নিজ এলাকায় চার দিনের জন্য বিক্ষোভ নিষিদ্ধ করেছেন। কুর্দিপন্থী শহর দিয়ারবাকির সাবেক মেয়র গুলতান কিসানাকসহ কয়েকজন রাজনীতিবিদকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। তবে আরও অনেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত শহর কোবানেতে আইএসকে ঠেকাতে তুর্কি সেনাবাহিনীর ‘নিষ্ক্রিয়তার’ বিরুদ্ধে ২০১৪ সালে ওই বিক্ষোভ শুরু হয়েছিল। সে বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে ৩৭ জন নিহত হন। তবে এইচডিপির দাবি, বিক্ষোভে প্রাণহানির ঘটনার জন্য তুরস্কের পুলিশই দায়ী। যুক্তরাষ্ট্র–সমর্থিত সিরীয় কুর্দি যোদ্ধারা ২০১৫ সালের জানুয়ারিতে কোবানে থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়। সিরীয় কুর্দি যোদ্ধাদের জঙ্গি হিসেবে বিবেচনা করে তুরস্কের সরকার। এইচডিপিকে নিষিদ্ধঘোষিত কুর্দি সংগঠনেরই রাজনৈতিক শাখা হিসেবে দেখে থাকে দেশটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.