× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামাসের পাশে দাঁড়াবে তুরস্ক: এরদোয়ান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ মে ২০২৪, ১১:১২ এএম । আপডেটঃ ১৬ মে ২০২৪, ১১:১৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করতে পারলে এর পর তুরস্কের দিকে ‘নজর দেবে’ এবং হামলা চালাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

বুধবার রাজধানী আঙ্কারায় একটি সংসদীয় দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।

নিজ দলের সংসদ সদস্যদের উদ্দেশে এরদোয়ান বলেন, ভাববেন না ইসরায়েল গাজায় থেমে থাকবে। তাদের থামিয়ে না দেওয়া হলে এই সন্ত্রাসী ও দুর্বৃত্ত সরকার আজ হোক অথবা কাল আনাতোলিয়ার দিকে নজর দেবে। আনাতোলিয়া বোঝাতে এরদোগান বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন। 

তিনি বলেন, আমরা হামাসের পাশে দাঁড়াব। তারা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সঙ্গে আনাতোলিয়াকেও রক্ষা করছে। 

এর আগে সোমবার এ তুর্কি নেতা বলেছেন, গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের ১ হাজারেরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া তিনি ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়াহের সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন।  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.