মুম্বাইয়ে বজ্রবৃষ্টি ও ঝড়ে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন।
মঙ্গলবার (১৪ মে) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যায় মুম্বইয়ের ঘাটকোপারে একটি পেট্রল পাম্পে বিলবোর্ডটি ভেঙে পড়ে।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনার পরেই উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিলবোর্ড সরানোর কাজ চলে।
এখন পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে তারা ৮৯ জনকে উদ্ধার করেছে।
মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, দুর্ঘটনার পরে অন্তত ৭৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যস্ততম একটি সড়কের পাশেই ছিল বিলবোর্ডটি।
সোমবার সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ায় এর নিচে বহু মানুষ চাপা পড়েন।
ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি পেট্রল পাম্পের উপর বিজ্ঞাপনি বোর্ডটি ভেঙে পড়ছে। এতে পেট্রল পাম্পের ছাদ দুমড়ে-মুচড়ে যায়।
এর নিচে চাপা পড়ে পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। অনেক গাড়ির ছাদ ভেঙে ঢুকে যায় বিলবোর্ডের ধাতব কাঠামো।
এ ঘটনায় কিছু সড়কে যান চলাচলা বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাব পড়ে মুম্বইয়ের ব্যস্ত বিমানবন্দরেও।