× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে হামাসের রকেট হামলা, আহত ৭

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ মে ২০২৪, ০৯:৪৩ এএম । আপডেটঃ ০৬ মে ২০২৪, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত

গাজা ও ইসরাইলের মধ্যবর্তী কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিংয়ের কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরাইলি কর্তৃপক্ষের ভাষ্যমতে, একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়েছে।

হামাসের এ হামলার নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা কেরেম শালোম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করছে। ইসরাইল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে হামাস। 

এদিকে ইসরাইলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরাইলে ৬৫টি রকেট ছোঁড়া হয়। কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাস ইসরাইল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি। এর আগে আজ কিরিয়াত শমোনায় হিজবুল্লাহ ২০টি রকেট নিক্ষেপ করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.