× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশ্মিরে অতর্কিত হামলায় ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সেনা আহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ মে ২০২৪, ১২:১১ পিএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ১২:১২ পিএম

সংগৃহীত

জম্মু ও কাশ্মিরের পুঞ্চে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সেনা আহত হয়েছেন।

শনিবার (৪ মে) সেনাদের বহনকারী গাড়ি বহরের দুটি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়া হয়।

একটি সূত্র জানিয়েছে, আহত পাঁচ সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর পর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে।

গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

বিমানবাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলেছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ বিভাগে ভারতীয় বিমানবাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন সেনা হতাহত হয়েছে।

হামলার শিকার হওয়া সেনারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল। তখন তারা অতর্কিত হামলার মুখে পড়েন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.