× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনের গোলাবর্ষণে বেলগোরোদে ২১ জন নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ এএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ এএম

রাশিয়ার সীমান্ত নগরী  বেলগোরোদের ইউক্রেনের গোলাবর্ষণে ৩ শিশুসহ ২১ জন নিহত হয়েছে। এছাড়া ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্ল্যাডকভ বলেছেন,  ‘বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিন জন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী  বেলগোরোদ ও  এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এই সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা  হয়।

মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয়।  শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে  বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.