× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণহত্যার অভিযোগে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ এএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ এএম

গাজায় ইসরায়েলের হামলা

দক্ষিণ আফ্রিকা শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গাজায় গণহত্যামূলক কর্মকা- চালানোর জন্য তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এদিকে ইসরাইল ‘ঘৃণাভরে’ তাদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ প্রত্যাখান করেছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাদকতা লঙ্ঘন করেছে বলে আইসিজে’র কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। 

হেগের আবেদনে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরাইল বৃহত্তর ফিলিস্তিনের অংশ হিসেবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট জাতীয় ও জাতিগত উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

এদিকে ইসরাইল তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ প্রত্যাখান করেছে। এ ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ইসরাইল আইসিজে’র কাছে করা দক্ষিণ আফ্রিকার এমন অপবাদ ঘৃণাভরে প্রত্যাখান করে।

ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হয় এবং প্রায় দ্বাদশ সপ্তাহ ধরে চলছে।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ভয়বহ হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয় এবং এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।

এছাড়াও হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরাকলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.