× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজা রামসেসের ৩ হাজার ৪০০ বছরের পুরোনো মূর্তির মাথা ফিরে পেল মিসর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩ পিএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩ পিএম

সংগৃহীত

মিসরের রাজা দ্বিতীয় রামসেসের ৩ হাজার ৪০০ বছরের পুরোনো মূর্তির মাথা সেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিন দশকের বেশি সময় আগে এটি চুরির পর পাচার হয়ে গিয়েছিল।

দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয় গত রোববার এ তথ্য জানিয়েছে।

মূর্তিটি এখন মিসরের কায়রোতে জাদুঘরে আছে। তবে এটি প্রদর্শন করা হচ্ছে না।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুরাকীর্তিটি আবার প্রদর্শনীর জন্য রাখা হবে।

তিন দশকের বেশি সময় আগে মিসরের দক্ষিণাঞ্চলীয় প্রাচীন নগরী আবিদোসে থাকা দ্বিতীয় রামসেস মন্দির থেকে মূর্তিটি চুরি হয়।

তবে ঠিক কোন তারিখে চুরি হয়েছিল, সেটি জানা যায়নি। মিসরের পুরাকীর্তি প্রত্যাবাসন বিভাগের প্রধান শাবান আবদেল গাওয়াদ বলেন, ১৯৮০–এর দশকের শেষ দিকে বা ১৯৯০–এর দশকের শুরুর দিকে এটি চুরি হয়।

২০১৩ সালে লন্ডনে এক প্রদর্শনীতে বিক্রির জন্য পুরাকীর্তিটি তোলা হলে বিষয়টি মিসর কর্তৃপক্ষের নজরে আসে।

পুরাকীর্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, এটি সুইজারল্যান্ডে পৌঁছানোর আগে আরও কয়েকটি দেশ ঘুরে এসেছে।

আবদেল গাওয়াদ বলেন, মাথাটি রাজা দ্বিতীয় রামসেসকে চিত্রিত করা মূর্তির বিভিন্ন অংশের একটি। মূর্তিটি মিসরীয় দেবতাদের পাশাপাশি বসানো অবস্থায় ছিল।

দ্বিতীয় রামসেস ছিলেন মিসরের সবচেয়ে প্রাচীন ক্ষমতাধর ফারাও রাজাদের একজন। মিসরের উনিশতম রাজবংশের তৃতীয় ফারাও রাজা ছিলেন তিনি। খ্রিষ্টপূর্ব ১২৭৯ থেকে ১২১৩ সাল পর্যন্ত শাসনক্ষমতায় ছিলেন দ্বিতীয় রামসেস।

মিসর তার ন্যায্য মালিকানা প্রতিষ্ঠা করতে সুইজারল্যান্ডের সঙ্গে মিলে কাজ করেছে। সুইজারল্যান্ড মূর্তিটি গত বছর মিসর দূতাবাসের কাছে হস্তান্তর করেছে।

তবে অতি সম্প্রতি মিসর মূর্তির মাথাটি দেশে নিয়ে গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.