× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী মুসলিম উপাচার্য

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ এপ্রিল ২০২৪, ১০:১৩ এএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৩ এএম

অধ্যাপক নাইমা খাতুন।

ভারতের প্রাচীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। ১০৪ বছর পর প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন।

ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়েছে, অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন নাইমা খাতুন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।

জার্মানির ডাড স্কলারশিপ, মাসে ৯৩৪ ইউরোসহ বিমান-বাড়িভাড়া-পরিবারের সদস্য ভাতা

১৮৭৫ সালে যাত্রা শুরু হয়েছিল মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজের। ১৯২০ সালে তা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট মেনেই তা তৈরি হয়েছিল। সে বছর চ্যান্সেলর হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র মহিলা, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপাচার্য।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.