হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে।জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টারে ওগোল্লার সঙ্গে সামরিক বাহিনীর মোট ১১ কর্মকর্তা ছিলেন। খবর বিবিসির।
প্রেসিডেন্টের বরাত দিয়ে খবরে বলা হয়, সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে তদন্ত দল পাঠিয়েছে।বিমানবাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের এপ্রিলে জেনারেল ওগোলাকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রুটো।