× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলকে বাইডেনের লৌহদৃঢ় সমর্থন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ এএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন শঙ্কার মধ্যে ইসরাইলকে ‘লৌহদৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় ইরানি কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইল। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে ইসরাইলকে ‘লোহার মতো দৃঢ়’ মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তিনি সতর্ক করে বলেছেন, দশ দিন আগে ইসরাইল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর তেহরান ‘ব্যাপক আক্রমণের’ হুমকি দিচ্ছে।ইসরাইলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি, সেটাই করব।

বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

একইদিন এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা ইরানে হামলার সমতুল্য।যখন তারা আমাদের কনসুলেট এলাকায় হামলা চালায়, তা আমাদের ভূখণ্ডে হামলা চালানোর মতো। ওই শয়তান সরকারকে অবশ্যই শাস্তি দিতে হবে আর শাস্তি তারা পাবে।

১ এপ্রিল ইরানের কনস্যুলেট ভবনে হওয়া ওই হামলায় ১৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে ইরানের দুই ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন।  

ইসরাইল এ হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। ওই হামলার পর থেকে ইসরাইলি বাহিনী ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.