× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের বন্দরে ড্রোন হামলা চালানোর দাবি হুতিদের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ এএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:২৭ এএম

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা বলেছে হুতিরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার একটি উপায় হিসেবে ইরান-সমর্থিত হুতিরা এই ধরনের হামলা বাড়িয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ডিসেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তাঁরা ইসরায়েলের বন্দর শহর ইলাত এবং ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য এলাকায় ড্রোন হামলা চালিয়েছেন।

সামরিক মুখপাত্র ইয়াহিয়া আরও বলেন, হুতিদের দেওয়া তিনটি সতর্কতা সংকেত অগ্রাহ্য করার পর তারা লোহিত সাগরে এমএসসি ইউনাইটেডের একটি জাহাজ নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

মালিকানা কোম্পানি এমএসসি মেডিটেরিয়ান নিশ্চিত করেছে যে এমএসসি ইউনাইটেড অষ্টম নামের জাহাজটি গতকাল হামলার শিকার হয়েছে। তবে জাহাজের ক্রুরা নিরাপদ আছেন।

জাহাজটি সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল।

শিপিং কোম্পানিটি আরও বলেছে, তারা হামলার ঘটনাটি পর্যালোচনা করছে। এ ছাড়া তারা লোহিত সাগরে থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌজোটকে ঘটনাটি জানিয়েছে।

হামলার বিষয়ে এমএসসি মেডিটেরিয়ানের কাছ থেকে বিবৃতি আসার কয়েক ঘণ্টা আগে সমুদ্রনিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্যের একটি সংস্থা বলেছিল, ইয়েমেন উপকূলে একটি জাহাজে কিছু একটা ঘটার খবর তারা পেয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.