ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ‘উস্কানিমূলক মন্তব্যের’ কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে ভারত সরকার পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বাস করা সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এমন অভিযান চালিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার স্থানীয় সম্প্রচারকারী সিএনএন নিউজে দেওয়া এক সাক্ষাতকারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবে ভারত।’
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু কেউ যদি ভারতকে বারবার রাগান্বিত চোখ দেখায়, ভারতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার করার চেষ্টা করে,তাহলে আমরা তাদের কোনোভাবেই রেহাই দেব না।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয় শনিবার বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে নির্বিচারে ‘সন্ত্রাসী’ হিসাবে আখ্যা দিয়ে বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা ভারতের প্রস্তুতির কথা স্পষ্টভাবে নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ‘মায়োপিক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ’ শুধুমাত্র আঞ্চলিক শান্তিকেই নষ্ট করে না বরং দীর্ঘমেয়াদে গঠনমূলক সম্পৃক্ততার সম্ভাবনাকেও বাধা দেয়।
পাকিস্তান তার অভিপ্রায় এবং আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতায় দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।