রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে একটি বাঁধ ফেটে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে শনিবার (৬ এপ্রিল) জানিয়েছে কর্তৃপক্ষ। 
শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধটি ফেটে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ওরেনবার্গ অঞ্চলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ১ হাজার ১৯ শিশুসহ ৪ হাজার ২০৮ জনকে সরিয়ে নেয়া হয়েছে। ২ হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর ডেনিস পাসলার বলেন, ব্যাপক বন্যা হয়েছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ওরস্ক অঞ্চল থেকে প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।
কিন্তু ওরেনবার্গের শহরের উরাল নদীর ওপর বিপজ্জনক জলসীমা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি পুরো অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে।

জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বাসিন্দাদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা। হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে।
২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই বাঁধটি ফেটে গেছে।
ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, বন্যাটি ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।