× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাইডেনের ইফতার প্রত্যাখান করল মুসলমানরা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৬ পিএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারে অংশ নেননি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে পবিত্র রমজানে হোয়াইট হাউসের ইফতার আয়োজন বাতিল করতে হয়েছে।

গত ১৮ মার্চ আমেরিকান মুসলিমরা নেতারা আগেই ঘোষণা দেন চলতি বছর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের বাইডেনের ঈদ উদযাপনে যাবেন না। রমজান ও ঈদ উদযাপন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তারা। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এ অনুষ্ঠান বাতিল করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপপরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

মিচেল বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল যে হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে। কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  
সোমবার সিএনএন ও এনপিআর জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয়, তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে পৃথক বৈঠক করবে।

ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।  

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বাক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ হতে পারে। 
সূত্র: আলজাজিরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.