× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় আল-শিফা হাসপাতালে ইসরায়েল অভিযানে ৪০০ ফিলিস্তিনি নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩১ মার্চ ২০২৪, ০৩:৫১ এএম । আপডেটঃ ৩১ মার্চ ২০২৪, ০৩:৫২ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর ১৩ দিনের অভিযানে ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দপ্তর আজ রোববার একথা জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজার তথ্য দপ্তর এক বিবৃতিতে বলেছে,আল-শিফা হাসপাতালের আশেপাশে ১ হাজার ৫০ টি বাড়ি ধ্বংস করে পুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মূল হাসপাতালের ভিতরে ও আশেপাশে শত শত রোগী, গাজা শহরে বাস্তুচ্যুত মানুষ ও চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং "নির্যাতন" করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রোগী, চিকিৎসাকর্মী এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষ রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে। চলেছে স্থল অভিযানও।

আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। এ নিয়ে তখন আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষোভ জানিয়েছিল।

চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী হাসপাতালের ভিতরে এবং আশেপাশে নিহত বা গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের সম্পর্কে কমবেশি একই সংখ্যা সরবরাহ করেছে। তবে জোর দেয় যে বেশিরভাগই "সন্ত্রাসী" ছিল, যার মধ্যে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.