× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ১৬০

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০০:১৫ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:৪৮ এএম

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।স্থানীয় সরকারের কর্মকর্তারা গতকাল সোমবার বলেন, নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রামে একাধিক সশস্ত্র গোষ্ঠীর চালানো ক্রমিক হামলায় এই প্রাণহানি ঘটে।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত শনিবার থেকে শুরু হওয়া এই সহিংসতা গতকাল ভোর পর্যন্ত অব্যাহত ছিল। এ ঘটনায় ১১৩ জনের মতো ব্যক্তির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

মানডে কাসাহ বলেন, একাধিক সশস্ত্র গ্যাং, যারা স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত, তারা কম করে হলে ২০টি ভিন্ন সম্প্রদায়ের ওপর সুসমন্বিতভাবে হামলা করে। তারা লোকজনের বাড়িঘর পুড়িয়ে দেয়।

মানডে কাসাহ আরও বলেন, হামলার ঘটনায় তাঁরা ৩০০ জনের বেশি ব্যক্তিকে আহত অবস্থায় পেয়েছেন। আহত ব্যক্তিদের বোকোস, জোস ও বারকিন লাদির হাসপাতালগুলোয় স্থানান্তর করা হয়েছে।

রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের তথ্যমতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে হামলায় অন্তত ৫০ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ডিকসন বলেন, ‘আমরা এই মৃত্যু বণিকদের কৌশলের কাছে নতিস্বীকার করব না। ন্যায়বিচার ও স্থায়ী শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.