নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় নাইটক্লাবে এক ব্যক্তি অস্ত্র হাতে বেশ কয়েকজনকে জিম্মি করেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার ভোরে এক ব্যক্তি এডা নগরীর জনপ্রিয় ক্যাফে পেটিকোট এ প্রবেশ করে আত্মঘাতী হামলা চলানোর হুমকি দেয়।
জানতে পেরে সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা খালি করে দেয়। তবে তারা বলেছেন, এখন পর্যন্ত তারা ‘সন্ত্রাসী হামলার উদ্দেশে এ ঘটনা ঘটে থাকতে পরে এমন ইঙ্গিত পাননি’।
আরো পরে পুলিশ জানায়, নাইট ক্লাবটি থেকে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। “কিন্তু জিম্মি নাটক এখনো শেষ হয়নি।”
জিম্মিকাণ্ড শুরুর পর পুলিশ ওই নাইট ক্লাবের আশেপাশের প্রায় দেড়শ বাড়ি খালি করে ফেলেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিটিসেন্টার।
পুলিশ জানিয়েছে, তারা নাইট ক্লাবটি ঘিরে ফেলেছে এবং জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলেছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে নেদাল্যান্ডসের জাতীয় দৈনিক দ্য টেলিগ্রাফ এ বলা হয়েছে।, এক ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ওই নাইটক্লাবে কয়েকজনকে আটকে রেখেছে। জিম্মিদের মধ্যে ওই নাইটক্লাবের কয়েকজন কর্মী এবং সেটির মালিকও রয়েছে।
সংবাদ মাধ্যম এনওএস তাদের খবরে বলেছে, তিন ব্যক্তি ‘কাঁদতে কাঁদতে’ নাইট ক্লাবটি থেকে বেরিয়ে এসেছে। যাদের পোশাক দেখে মনে হয়েছে তারা ওই নাইটক্লাবের কর্মী ।
ছবিতে অ্যান্টি-এক্সপ্লোসিভস ইউনিটস এবং পুলিশকে নাইটক্লাবটি ঘিরে রাখতে দেখা গেছে। এডা নগরীগামী সব ট্রেন বাতিল করা হয়েছে।