কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজিত ‘দাওয়াত-এ-ইফতার’ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় তার কপালে ছিল ব্যান্ডেজ। চোখে-মুখে স্পষ্ট ছিল অসুস্থতার ছাপ। তবে আগের থেকে শারীরিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ।
অনুষ্ঠানের শুরুতে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। কলকাতার অন্যতম বড় এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, জাভেদ খান, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি, সংসদ সদস্য মালা রায়, নাদিমুল হক, বিধায়ক দেবাশীষ কুমার, নয়না ব্যানার্জি প্রমুখ। উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষও।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কপালে এবং নাকে মোট চারটি সেলাই পড়ে।