× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানা গেল মস্কোয় হামলাকারী চারজনের পরিচয়

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ মার্চ ২০২৪, ১১:০২ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৪, ১৩:০৬ পিএম

ছবি: মস্কোয় হামলাকারী চার ব্যক্তি

রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তরা। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন আদালত।

গত শুক্রবার রাতে মস্কোর উত্তর–পশ্চিম প্রান্তের ক্রোকাস সিটি হলে হামলা করেন একদল বন্দুকধারী। রুশ কর্তৃপক্ষের দেওয়া শেষ হিসাব অনুযায়ী সেই হামলায় অন্তত ১৩৭ জন নিহত ও শতাধিক আহত হয়। 

রুশ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে হামলার পর পালানোর সময় ইউক্রেন সীমান্তবর্তী এলাকা থেকে এই চার অস্ত্রধারীকে আটক করে তারা। এরপর সেখান থেকে তাঁদের আনা হয় মস্কোয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, এই চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন।

সন্দেহভাজন চার হামলাকারী হলেন- দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও ফায়জভ মুহাম্মাদসোবির। 

ক্রোকাস কনসার্ট হল হামলায় অভিযুক্ত সাইদআক্রামি রাচাবালিজোদার জন্ম ১৯৯৪ সালে। তিনি রাশিয়ার নাগরিক। তবে রাশিয়ার কোন অঞ্চলে থাকেন, তা মনে করতে পারছেন না বলে আদালতকে জানিয়েছেন তিনি।

অভিযুক্ত শামসিদিন ফারিদুনি জানিয়েছেন যে তিনি ১৯৯৮ সালে তাজিকিস্তানে জন্মগ্রহণ করেন। তাঁর আট বছর বয়সী একটি সন্তান আছে। 

তিনি রাশিয়ার পোদলস্ক শহরে একটি মাদুর তৈরির কারখানায় কাজ করতেন। শামসিদিন ক্রাসনোগরস্কের বাসিন্দা হিসেবে নিবন্ধিত। এখানেই অবস্থান হামলার শিকার ক্রোকাস সিটি হলের।

অভিযুক্ত ফায়জভ মুহাম্মাদসোবিরের জন্ম ২০০৪ সালে। কিছুদিন ধরে তিনি বেকার ছিলেন। তবে বেকার হওয়ার আগে ইভানোকভ শহরে চুল কাটার দোকানে কাজ করতেন। 

এ শহরের বাসিন্দা হিসেবেই নিবন্ধিত তিনি। অপর হামলাকারী দালের্দজন মিরজোয়েভ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

রাশিয়ায় অবস্থানের জন্য যেকোনো ব্যক্তিকে নির্দিষ্ট শহরের নগর কর্তৃপক্ষের আওতায় নিবন্ধন নিতে হয়।

মস্কোর এই হামলার দায় স্বীকার করে গতকাল রোববার বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

তবে হামলার পরপরই আইএসের আফগানিস্তান শাখা আইএসকেপি এর দায় স্বীকার করে দাবি করে, মস্কোর ওই হলে হামলার পর তাদের যোদ্ধারা ঘাঁটিতে ফিরে এসেছেন। এদিকে রাশিয়া বলছে, এ হামলায় ইউক্রেন জড়িত। অবশ্য ইউক্রেন অভিযোগ অস্বীকার করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.