আরাকান আর্মি (এএ) রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের দিকে এগিয়ে যাচ্ছে। এতে তীব্র হচ্ছে লড়াই।
এর মধ্যেই মিয়ানমারের জান্তা সরকার রাখাইনের নাগরিকদের ইয়াঙ্গুন শহর ত্যাগে বাধা দিচ্ছে। শহরের বাস কোম্পানিকে নির্দেশ দিয়েছে, তারা যেন রাখাইনের বাসিন্দাদের ইয়াঙ্গুন ত্যাগের জন্য বাসের টিকিট না দেয়।
গত সোমবার ইয়াঙ্গুন এক্সপ্রেস নামে বাস কোম্পানিকে এ নির্দেশনা দেয় সামরিক সরকার। এই নির্দেশ অমান্য করলে বাস কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকিও দেওয়া হয়েছে।
অনেকে মনে করেন, বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে করে যুবকরা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে পালিয়ে যেতে না পারে।
এদিকে, ইয়াঙ্গুনভিত্তিক একটি ভ্রমণবিষয়ক কোম্পানির ম্যানেজার রাখাইন থেকে আসা নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের পরিচয়পত্রধারী বাসিন্দাদের কাছে বাসের টিকিট বিক্রি নিষিদ্ধ। ফলে টিকিট বিক্রি বন্ধ রয়েছে।
অন্যান্য রাজ্যের বাসিন্দারাও ইয়াঙ্গুনের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। নাগরিকত্ব সনদ, ভ্রমণ অনুমতি পত্র বা ইয়াঙ্গুনের বাইরে তাদের নিয়োগকর্তার কাছ থেকে কোনো চিঠি না থাকলে, টিকিট দেওয়া হচ্ছে না।