× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ মার্চ ২০২৪, ০৭:০২ এএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৪, ১০:২৯ এএম

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় গত রাতে এক আত্মঘাতী বোমা হামলায় জাতিসংঘ ও আইএমএফের কর্মকর্তাসহ অন্তত ২১ জন লোক নিহত হয়েছেন। খবর- বিবিসির

স্থানীয় সময় সকালে ৮টার দিকে শহরের সিটি সেন্টারে অবস্থিত এক ব্যাংকে এ হামলা হয়। আফগানিস্তানের সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন। সেখানে বিস্ফোরিত হয় বোমা। 

পুলিশ বলছে, লেবানিজ রেস্তোরাঁটির প্রবেশপথে এসে আত্মঘাতী হামলাকারী নিজের দেহে লাগানো বোমার বিস্ফোরণ ঘটায়। আর বিস্ফোরণের পর অন্য দু জন বন্দুকধারী সেখানে খেতে আসা লোকজনের ওপর গুলি ছুঁড়তে শুরু করে।

তালেবান বলেছে, তারাই ওই আক্রমণ চালিয়েছে।এই রেস্তোরাঁটি কাবুলের একটি অভিজাত এলাকায় অবস্থিত এবং সরকারি কর্মকর্তা ও বিদেশী বাসিন্দাদের মধ্যে বেশ জনপ্রিয়।

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

নিহতদের মধ্যে আছেন আফগানিস্তানে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের প্রধান ওয়াদেল আবদুল্লাহ এবং জাতিসংঘের চারজন কর্মচারী।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.