× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় জাতিসংঘের উদ্বেগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মার্চ ২০২৪, ০৭:৩১ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০৮:৩৮ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামগুলোতে অনবরত বিমান হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১৮ মার্চ) জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফারহান হক বলেন, সামরিক বাহিনীর চলমান বিমান হামলায় মিনবিয়া টাউনশিপে অনেক বেসামরিক লোক হতাহতের খবর পাওয়া গেছে। রাখাইন রাজ্যে এ সংঘাতের বিস্তৃতি সেখানকার বাস্তুচ্যুতিকে বাড়িয়ে তুলছে। যা আগের দুর্বলতা ও বৈষম্যকে আরও উস্কে দিচ্ছে। বিদ্যমান সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

হামলায় আক্রান্ত মিনবিয়া শহরটি ওই রাজ্যের রাজধানী সিত্তওয়ের পূর্বে অবস্থিত। যেটা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মায়ানমার আরাকান আর্মি (এএ) যোদ্ধাদের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার ভোরে মিনবিয়া শহর থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত থার দার নামক গ্রামে বিমান হামলা হয়। এতে ১০ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ১০ শিশু নিহত হয়।

তিনি বলেন, আমাদের গ্রামে কোনো যুদ্ধ হয়নি। তারাই আমাদের ওপর বোমা নিক্ষেপ করেছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, এ হামলায় নিহত হয়েছে ২৩ জন এরং আহত ১৮ জন। ঘটনার পর থেকে মোবাইল নের্টওয়ার্ক এবং অন্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে গত নভেম্বর মাসে আরাকান আর্মি (এএ) দেশটির নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার পর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সংঘর্ষ চলে আসছে।

প্রসঙ্গত, মিয়ানমারে ২০১৭ সালে সেনাবাহিনীর দমন-পীড়নে প্রায় ১০ লাখ মুসলিম রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রয় নেয়। দেশটির সামরিক শাসকরা রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী মনে করে এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.