গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।
এছাড়া তিনি উত্তর গাজায় আসন্ন দুর্ভিক্ষ 'সম্পূর্ণ মানবসৃষ্ট' বলে মন্তব্য করেন। গুতেরেস বলেন, 'গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়।' মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন,এই অঞ্চলটিতে 'অচিন্তনীয়, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কার্যকলাপগুলোকে প্রতিরোধ করতে আমাদের এখনই কাজ করতে হবে। '
এর আগে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় উত্তর গাজা দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছিলেন গুতেরেস।