প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদর্শ নির্বাচনবিধি লঙ্ঘন করেছেন। তৃণমূল কংগ্রেস আজ সোমবার নির্বাচন কমিশনে এই অভিযোগ দাখিল করেছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল আজ সোমবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে বলেছেন, গতকাল রোববার অন্ধ্র প্রদেশের এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদি ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে চেপে যোগ দিয়েছিলেন। তাঁর এই আচরণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে।
চিঠিতে বলা হয়, সেই জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নাইডুর দল এনডিএতে যোগ দিয়েছে।
সাকেত গোখেল সেই চিঠির সঙ্গে ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন।
পিটিআইয়ের তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্ধ্র প্রদেশের পালনাডুতে জনসভায় ভাষণ দেওয়ার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী নেমে আসছেন।