× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনে তুমুল লড়াই হবে, এগিয়ে থাকবে তৃণমূল: সমীক্ষা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ মার্চ ২০২৪, ০৪:৪০ এএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৪, ০৪:৪১ এএম

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গের ৪২ আসনে এ বছর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সামান্য ভোটে এগিয়ে থাকবে ক্ষমতাসীন দল তৃণমূল। 

আজ শনিবার সি-ভোটার ও এবিপি আনন্দের যৌথ সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে এমন আভাস দেওয়া হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে তৃণমূল ও বিজেপি এবার একটি করে আসনে এগিয়ে থাকতে পারে। গত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। এবার বেড়ে হবে ২৩টি। বিজেপি পেয়েছিল ১৮টি আসন। বেড়ে হবে ১৯টি। কংগ্রেস ২টি আসন পেলেও এবার থাকছে শূন্য। বাম দলও শূন্য।

সমীক্ষায় এ কথাও বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ আর বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। তবে এই হিসাব ওলট–পালট হতে পারে আগামীর নির্বাচনের প্রচারকে ভিত্তি করে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অনেক আগের সমীক্ষা এটি। এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। তৃণমূলের প্রচারে ঝড় উঠবে। তৃণমূল ত্রিশের বেশি আসন পাবে।

তবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বিজেপির আসনসংখ্যা চব্বিশের পর থেকে গুনতে হবে। এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও সমীক্ষায় বিজেপিকে পিছিয়ে রাখলেও ফল কিন্তু সেভাবে হয়নি। সেসব মিথ্যা প্রমাণিত হয়েছে।

সমীক্ষায় এ কথাও বলা হয়েছে, ৩১ শতাংশ মানুষ মোদির কাজে খুব সন্তুষ্ট। ৪৪ শতাংশ মানুষ অত্যন্ত সন্তুষ্ট। মোটামুটি সন্তুষ্ট ৩৫ শতাংশ মানুষ। অসন্তুষ্ট বলেছে ২০ শতাংশ উত্তরদাতা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.