× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রার্থী চূড়ান্ত, নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ মার্চ ২০২৪, ০৫:২২ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৪, ০৫:২৩ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। দেশটির ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে নিজেদের দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর রিপাবলিকানদের থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে, মনোনয়ন জয়ের জন্য বাইডেনের এক হাজার ৯৬৮ ডেলিগেটের প্রয়োজন ছিল। জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনের ফলাফলে মঙ্গলবার রাতে তিনি এ সংখ্যা নিশ্চিত করেছেন। এ ছাড়া মিসিসিপি, ওয়াশিংটন স্টেট, নর্দান মারিয়ানা আইল্যান্ডস ও বিদেশে অবস্থানরত ডেমোক্র্যাট প্রতিনিধিরাও এ প্রাইমারিতে ভোট দিয়েছেন। এসব এলাকার ভোটও গণনা চলছে।

মনোনয়ন নিশ্চিত করার পর একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমরা কি গণতন্ত্র রক্ষা করব এবং ঘুরে দাঁড়াব না কি অন্যদের তা ভেঙে দিতে দেব তা দেশের ভবিষ্যৎ ভোটাররাই ঠিক করবেন। আমরা কী আমাদের স্বাধীনতা বাছাই করার ও রক্ষা করার অধিকার ফিরিয়ে নেব না কি চরমপন্থিদের তা কেড়ে নিতে দেব?

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, জয় উদযাপনের কোনো সুযোগ নেই। এ সময় তিনি বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাকে পরাজিত করতে মনোযোগ দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.