রাশিয়ার দুটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুটি ডিপোতে আগুন লেগে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গভর্নর জানিয়েছেন, রাশিয়ার দুটি তেলের ডিপোয় আগুন লেগেছে। এ দুটি ডিপোর একটি হলো মস্কোর পূর্ব থেকে ৪৫০ কিলোমিটার দূরের শহর কস্তোভোয় এবং অপরটি ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে ১৬০ কিলোমিটার দূরের শহর ওরওলে। এ দুটি ডিপোয় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেলগ্রোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, ইউক্রেনের সেনারা তাদের খারকিভ শহরের নিকটবর্তী রাশিয়ার বেলগ্রোদেও রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউক্রেনের এ হামলায় ৭টি কমিউনিটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেষ দিনে তারা রাশিয়ার ২৭টি সামরিক যান ধ্বংস করেছে। এ ছাড়া এ সময়ে তারা ৪২ ড্রোন, ৮টি ট্যাংক এবং দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।