অনেক দেনদরবার হলেও ভারতের পশ্চিমবঙ্গে জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটে লড়ছে না ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
রোববার ৪২টি আসনের সব কয়টিতেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। শুধু তা-ই নয়, বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের সামনে ওই প্রার্থীদের সঙ্গে নিয়ে পরিচয়ও করিয়ে দেন তিনি।
পশ্চিমবঙ্গের প্রভাবশালী দলটির একলা পথে হাঁটার সিদ্ধান্তে পাল্টে গেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সব হিসাব-নিকাশ। কারণ, ইন্ডিয়া জোটের মাধ্যমে তৃণমূলকে সঙ্গে নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়তে চেয়েছিল ভারতের সবচেয়ে প্রাচীন দলটি। খবর এনডিটিভির
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল কংগ্রেস ও তৃণমূল। কিন্তু হঠাৎ মমতার সব আসনে প্রার্থী ঘোষণার পেছনে আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়াকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘আমরা সব সময় চেয়েছি ইন্ডিয়া জোট একসঙ্গে লড়াই করুক।’ সম্মানজনক আসন ভাগাভাগির আলোচনার ওপর জোর দেন তিনি।
অন্যদিকে মমতার এমন প্রার্থী ঘোষণাকে মোদির সঙ্গে আঁতাতের গন্ধ পাচ্ছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কারণ, নির্বাচনের জন্য আসন ভাগাভাগির আলোচনার জন্য ‘দরজা এখনও খোলা’ বলে ক’দিন আগেও জানিয়েছিল তৃণমূল।