× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খান ইউনুস শহরের আরও এলাকা খালির নির্দেশ ইসরায়েলের: জাতিসংঘ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৩, ০০:৫৬ এএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৩, ০১:০১ এএম

গাজার দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের ব্যাপক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বুধবার (২০ ডিসেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয়(ওসিএইচএ) এই তথ্য জানায়। 

সংস্থাটি জানায়, বুধবার ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে খান ইউনুসের ২০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় এক লাখ ১০ হাজারেরও বেশি লোকের বসবাস। এছাড়া ওই এলাকায় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত আরও এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক ৩০টি আশ্রয় কেন্দ্রে বাস করছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনুসের কেন্দ্রস্থলে এক ডজনেরও বেশি সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোয় স্থল, বিমান ও নৌ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.