× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেইলি রোডে আগুন: মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেং’র শোক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ মার্চ ২০২৪, ০৮:০১ এএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৪, ০৮:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও কংগ্রেস সদস্য গ্রেস মেং।

রাজধানী ঢাকার বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও কংগ্রেস সদস্য গ্রেস মেং। 

স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে গ্রেস মেং জানান, ঢাকায় অগ্নিকাণ্ডের সময় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমার চিন্তা ও প্রার্থনা রয়েছে। এছাড়া আগুনে পুড়ে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন গ্রেস মেং।

এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন এবং গুরুতর আঘাতে এখনও যারা চিকিৎসা গ্রহণ করছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রীয় ও বৈদেশিক সম্পর্কিত হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির সদস্য গ্রেস মেং।

তিনি জানান, নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান সম্প্রদায় এবং কুইন্সে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানরাসহ সব প্রবাসীদের তিনি সব সময় সমর্থন দিয়ে থাকেন। যারা নিজেদের স্বজনদের হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তার কোনো ভাষা নেই। 

এছাড়া সকল প্রকার শোক সহ্য করে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মেং আশা করেন।

গ্রেস মেং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তার ষষ্ঠ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নিউ ইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। গ্রেসের জেলাটি সম্পূর্ণরূপে নিউ ইয়র্ক সিটি বরো অফ কুইন্সে অবস্থিত। যার মধ্যে রয়েছে পশ্চিম, কেন্দ্রীয় এবং উত্তর-পূর্ব কুইন্স। তাঁর নির্বাচনী এলাকাটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.