× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ মার্চ ২০২৪, ০৯:০৭ এএম । আপডেটঃ ০১ মার্চ ২০২৪, ০৯:০৭ এএম

ছবি: সংগৃহীত

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্ক। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সানফ্রান্সিসকো শহরে এ মামলা করেন ইলন মাস্ক।

ইলন মাস্ক মামলায় অভিযোগ করেছেন যে ওপেনএআই প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে সাহায্য করেছিলেন তিনি। চুক্তির শর্ত ছিল, প্রতিষ্ঠানটি হবে অলাভজনক। কিন্ত ওপেনএআই ও স্যাম অল্টম্যান সেই শর্ত লঙ্ঘন করেছেন। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

মামলায় বলা হয়েছে, স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের আরেক সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানই প্রথম ইলন মাস্কের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য অলাভজনক একটি প্রতিষ্ঠান শুরু করার বিষয়ে কথা বলতে যান। এতে রাজি হন ইলন মাস্ক। তাঁদের মধ্যে চুক্তি ছিল, মুনাফা নয়, এই প্রতিষ্ঠান কাজ করবে মানবকল্যাণে। কিন্তু মাইক্রোসফটের বিনিয়োগ থাকা ওপেনএআই বর্তমানে মুনাফার দিকে ঝুঁকেছে। এর মধ্য দিয়ে চুক্তির শর্তের লঙ্ঘন হয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ওপেনএআইয়ের একজন সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্ত ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি ওপেনএআইয়ের। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। এরপর এই প্রতিষ্ঠানে অর্থায়ন করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়ে জানতে ওপেনএআই ও মাইক্রোসফটের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ইলন মাস্কও মামলা করা ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.