× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানের ‘নগ্ন উৎসবে’ প্রথমবারের মতো অংশ নিলেন নারীরা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ এএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ এএম

ছবি: সংগৃহীত

জাপানের ১ হাজার ২৫০ বছর পুরোনো ‘নগ্ন উৎসবে’ প্রথমবারের মতো অংশ নিয়েছেন নারীরা। গত বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের একটি ধর্মীয় উপসানলয়ে এই উৎসব হয়।

এতে গোলাপী রঙের একটি দঁড়ি সাজিয়ে তোলেন তারা। যেটি দিয়ে বাঁশের তৈরি একটি ট্রাঙ্ক টেনে আনা হয়। উৎসবে অংশ নেওয়া নারীরা বেশ উৎফুল্ল ছিলেন।

নারীদের সাতটি দল এই উৎসবে অংশ নিয়েছিল। বলা হয়ে থাকে, এই উৎসবের মাধ্যমে শয়তানকে দূর করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকেন। এটির নাম ‘নগ্ন উৎসব’ হলেও; এতে কোনো নারী নগ্ন ছিলেন না।

উৎসবে অংশ নেওয়া নারীরা “হাপ্পি কোর্টস’ ও হাফপ্যান্ট পরেছিলেন। যেগুলো সাধারণত জাপানের উৎসবগুলোতে পরা হয়। অপরদিকে পুরুষরা পরেছিলেন লইনক্লথস। যেটি সুমো রেসলাররা সাধারণত পরে থাকেন।

৫৯ বছর বয়সী এক নারী অংশগ্রহণকারী উল্লাস প্রকাশ করে বলেন, আমি শুনেছি নারীরাও এতে অংশ নিতে পারবে। ফলে শহরে আনন্দ ও উল্লাস আনার জন্য আমি এতে যোগ দিতে চেয়েছিলাম।

নারুহিতো সুন্দোয়া নামের ওই উপসানলয়ের এক ভিক্ষু জানিয়েছেন, এই উৎসবে নারীদের কখনো নিষিদ্ধ করা হয়নি। এমনকি ব্যক্তিগতভাবে অনেক নারী এসে প্রার্থনা করেছেন। তবে গত বছর নারীদের একটি সংস্থা জানতে চায়, তারা দলগতভাবে এতে যোগ দিতে পারবেন কি না। তখন জানানো হয় তারা পারবেন।

আমি মনে করি যে জিনিসটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো উৎসবটি সবার জন্য একটি উপভোগ্য বিষয় হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.