× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ এএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ও দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিশোধ নিতে মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার নতুন করে আরোপ করা এ নিষেধাজ্ঞায় রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যস্থল করা হয়েছে।   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বিদেশে তার আগ্রাসন ও দেশে দমন-পীড়নের জন্য আরও বেশি মূল্য দেওয়া’ নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।  

রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মির পেমেন্ট সিস্টেম, ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সামরিক শিল্প, ভবিষ্যৎ জ্বালানি উৎপাদন ও অন্য আরও বহু ক্ষেত্রকে লক্ষ্যস্থল করা হয়েছে। রাশিয়ার কারা কর্মকর্তাদেরও এবারের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে, নাভালনির মৃত্যু সঙ্গে এদের সম্পর্ক আছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের।

পরে যুক্তরাষ্ট্র রাশিয়ার নেতৃস্থানীয় তেলবাহী ট্যাংকার গোষ্ঠী সভকোমফ্লোতের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে। এই গোষ্ঠীটি রাশিয়ার তেলের ওপর জি৭ এর বেঁধে দেওয়া দর লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওয়াশিংটনের। পাশাপাশি গোষ্ঠীটির ১৪টি অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার প্রায় ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং বাণিজ্য মন্ত্রণালয় ৯০টিরও বেশি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.