ভারতের কড়া আপত্তির পরও জিয়াং ইয়াং হং ০৩ নামে চীনের একটি গবেষণা জাহাজ মালদ্বীপে ভিড়েছে। বৃহস্পতিবার বিকেলে জাহাজটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছায় বলে জানায় মেরিন ট্রাফিক একটি ওয়েবসাইট। এই জাহাজ গবেষণার নামে গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ করে আসছে দিল্লি। একই সঙ্গে মালদ্বীপের এমন অনুমতির কারণে দেশটির প্রতি নাখোশ হয়েছে ভারত। খবর দ্য এডিশন ও টাইমস অব ইন্ডিয়ার।
চীনপন্থি বলে পরিচিতি মুহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এর বিপরীতে দিল্লির প্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের সঙ্গে মালের সম্পর্ক এখন উষ্ণ। এমন অবস্থায় দ্বীপরাষ্ট্রটিতে চীনের জাহাজের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত মহাসাগরের পূর্বাঞ্চল বরাবর মালাক্কা প্রণালিতে গবেষণা চালাচ্ছে চীনের এই জাহাজ।
গত জানুয়ারিতে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের জাহাজটি মালদ্বীপে গবেষণার জন্য আসছে না। বন্দর থেকে রসদ নিয়ে আবার সেটি ফিরে যাবে। নিয়ম অনুযায়ী, দীর্ঘ সময় সাগরে থাকায় রসদ ও অন্যান্য প্রয়োজন পূরণে নিকটবর্তী কোনো দেশের বন্দরে ভিড়তে পারে জাহাজ। সেই নিয়ম অনুযায়ীই চীন আবেদন করেছে মালদ্বীপের কাছে। এর পর জাহাজ ভেড়ার অনুমতি দেয় মালে। কিন্তু আপত্তির পরও অনুমতি দেওয়ায় প্রথম থেকেই জাহাজটির ওপর নজর রাখছে ভারতের নৌসেনারা। এর আগেও ‘শিয়াং ইয়াং হং ০৩’ বেশ কয়েকবার ভারত মহাসাগর সফর করে।
জাহাজটি সামরিক নৌযান না হলেও ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর মাধ্যমে সংগ্রহ করা তথ্য বেসামরিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। ভারতের চাপে অবশ্য জাহাজটিকে নিজ দেশে ভেড়ার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা।