রাশিয়ার কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনির মরদেহ পেতে তাঁর পরিবারের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, নাভালনির মাকে জানানো হয়েছে, মরদেহ পরীক্ষা-নিরীক্ষা (রাসায়নিক বিশ্লেষণ) করা হবে। এতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছিল নাভালনিকে। ১৯ বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। দেশটির সাইবেরিয়া প্যানাল কলোনির একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে কারাভোগ করছিলেন এই বিরোধী নেতা।
গত শুক্রবার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে মারা গেছেন ৪৭ বছর বয়সী নাভালনি।
নাভালনির মরদেহ কোথায় আছে, তা এখনো নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। নাভালনির স্ত্রীর দাবি, রাশিয়া তাঁর স্বামীর মরদেহ লুকিয়ে রেখেছে।
গত সোমবার নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ভিডিও বার্তায় ‘রাশিয়াকে মুক্ত’ করতে তাঁর স্বামী যে লড়াই চালিয়ে গেছেন, তা তিনি চালিয়ে যাবেন বলে জানান। তিনি সেখানে নাভালনিকে হত্যার জন্য সরাসরি পুতিনকে অভিযুক্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। আর এই বিষক্রিয়ার চিহ্ন শেষ না হওয়া পর্যন্ত মরদেহটি কর্তৃপক্ষ তাদের কাছেই রাখবে।
অবশ্য আজ মঙ্গলবার পুতিনের মুখপাত্র বলেন, নাভালনিকে নোভিচক প্রয়োগের অভিযোগ ভিত্তিহীন।
উল্লেখ্য, ২০২০ সালেও নাভালনিকে এই বিষ প্রয়োগ করা হয়েছিল, তবে সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন।