মদ্যপান নিয়ে স্ত্রীর সঙ্গে তীব্র অশান্তি। অভিমানে ১২০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসলেন মদ্যপ স্বামী। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের বাঁকুড়া জেলায়।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামে হইচই শুরু হয়েছে। গভীর রাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় টাওয়ার থেকে ওই ব্যক্তিকে নামানো হয়।
খবরে বলা হয়েছে, বাঁকুড়ার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামের বাসিন্দা সীমন্ত মাঝি। পেশায় খেতমজুর। মদ্যপান নিয়ে স্ত্রী মিঠুর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকে তার
স্থানীয়দের দাবি, শনিবার দুপুরেও মদ খেয়ে বাড়ি ফেরেন সীমন্ত। সেই সময় মিঠু বাড়িতে ছিলেন না। তিনি গ্রামে আসা এক সাপুড়ের কাছ থেকে মাদুলি কিনতে যান। তা নিয়ে মিঠুর সঙ্গে ঝগড়াঝাটি হয় সীমন্তের। ওই সাপুড়েকেও তিনি গালিগালাজ করেন।
ঝগড়াঝাটির পর বাড়ি থেকে বেরিয়ে যান সীমন্ত। স্ত্রী ভেবেছিলেন রাগ কমে গেলে হয়তো আবার বাড়ি ফিরবেন স্বামী। তবে এবার আর তেমন হলো না। রেগেমেগে গ্রামের পাশে থাকা ১২০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন সীমন্ত। গ্রামবাসীরা হাজার ডাকাডাকি করলেও নিচে নেমে আসেননি তিনি। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়। টাওয়ারের নিচে অগণিত মানুষ ভিড় জমান।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু সীমন্তকে নামাতে ব্যর্থ হন দমকল কর্মীরাও। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গভীর রাতের দিকে তাকে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়।