× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জালিয়াতির মামলায় ট্রাম্পের ৩৫ কোটি ডলার জরিমানা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ এএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া এক দেওয়ানি মামলার শুনানি শেষে গতকাল শুক্রবার নিউইয়র্কের এক বিচারপতি এ আদেশ দিয়েছেন।

বিচারপতি আর্থার এনগোরন তিন বছরের জন্য ট্রাম্পকে নিউইয়র্ক করপোরেশনের কর্মকর্তা কিংবা পরিচালক পদেও নিষিদ্ধ করেছেন।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দেওয়ানি মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন, মোটা অঙ্কের ঋণ পেতে ট্রাম্প ব্যাংকারদের কাছে তাঁর নিজের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্য ফুলিয়ে–ফাঁপিয়ে দেখিয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে তিন মাস ধরে বিচারকাজ চলার পর গতকাল বিচারপতি এনগোরন কোনো জুরি ছাড়াই রায় ঘোষণা করেন।

ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নির্বাচিত ডেমোক্র্যাট নেতা জেমস রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি করেছেন।

গতকাল এনগোরন এ মামলায় গত সেপ্টেম্বরে তাঁর দেওয়া রুলটি বাতিল করেছেন। ওই রুলে বলা হয়েছিল, যে কোম্পানিগুলো ট্রাম্পের আবাসন ব্যবসাসংক্রান্ত সাম্রাজ্যের স্তম্ভগুলো নিয়ন্ত্রণ করে, সেগুলো যেন ‘বিলুপ্ত’ করে দেওয়া হয়। তবে গতকাল এনগোরন বলেছেন, এর আর প্রয়োজন পড়বে না। কারণ, তিনি ট্রাম্পের ব্যবসার ওপর নজর রাখার জন্য একজন স্বাধীন পর্যবেক্ষককে নিয়োগ দিচ্ছেন।

এনগোরন তাঁর রুলে লিখেছেন, এ মামলায় ট্রাম্প ও অন্য বিবাদীরা নিজেদের ভুল স্বীকার করতে অক্ষম হয়েছেন। এর বদলে তাঁরা সত্য লুকাতে এমন অঙ্গভঙ্গি করেছেন যেন—মন্দ কিছু দেখবেন না, মন্দ কিছু শুনবেন না ও মন্দ কথা বলবেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.