× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হঠাৎ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিল ইয়েমেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ এএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৫ এএম

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হঠাৎ করেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিন মুবারক এমন সময় মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হলেন, যখন ইয়েমেনে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত বিন মুবারককে হুতি বিদ্রোহীদের কট্টর বিরোধী হিসেবে দেখা হয়।

ইয়েমেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকালে সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব ছিল মুবারকের। ২০১৫ সালে হুতিরা অপহরণ করার পর তিনি আলোচনায় আসেন।

২০১৮ সালে জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও নিয়োগ পান বিন মুবারক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.