× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরিয়াহ আইন লঙ্ঘন: ইমরান খান ও তাঁর স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩ এএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম

ছবি সংগৃহীত

শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালত এ রায় দেন। খবর ডন ও জিও নিউজের। 

কারাদণ্ডাদেশের পাশাপাশি ইমরান ও বুশরাকে ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তারা। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দিলেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়েছিল, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় (ইদ্দত) পার হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি। এটি শরিয়াহ আইনের লঙ্ঘন।

এদিকে রায় ঘোষণার পর ইমরান খান সাংবাদিকদের বলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হেনস্থা করার জন্যই এমন মামলা করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় উপহারসামগ্রী কম মূল্যে কিনে নেওয়ার অভিযোগে করা (তোশাখানা) মামলায় ইমরান ও বুশরাকে ১৪ বছর করে কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। তার একদিন আগে ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের জেল হয়। একই মামলায় ইমরানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেন আদালত। 

এরও আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি নিয়ে পৃথক একটি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.