গাজায় অনেক বেশি মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে সেখানকার বেসামরিক নাগরিক হতাহত এড়িয়ে যেতে আরও পদক্ষেপ নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে।
অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। গাজায় অনেক বেশি মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে সেখানকার বেসামরিক নাগরিক হতাহত এড়িয়ে যেতে আরও পদক্ষেপ নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন।