× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে ইহুদিদের ‘নাৎসি’ বলায় চাকরিচ্যুত বিবিসির সাংবাদিক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৬ এএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ এএম

বিবিসির সংবাদকর্মী দোন কুয়েভা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক ইহুদি ও শ্বেতাঙ্গবিদ্বেষী পোস্ট দেওয়ার অভিযোগে এক সাংবাদিবককে চাকরিচ্যুত করেছে বিবিসির মূল কার্যালয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, দোন কুয়েভার ফেসবুক আইডির নাম দোন লাস কুয়েভাস অ্যালেন।

বরখাস্ত হওয়া সেই কর্মচারীর নাম দোন কুয়েভা। লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল সমন্বয়ক ও প্লেআউট পরিকল্পনাবিদ ছিলেন তিনি।  ২০১৪ সাল থেকে নিয়মিত নিজের আইডিতে ইহুদি ও শ্বেতাঙ্গবিরোধী পোস্ট দিয়ে যাচ্ছিলেন তিনি।

ইতোমধ্যে অনেক পোস্ট তিনি মুছে দিয়েছেন কুয়েভা। তবে এখনও কিছু পোস্ট রয়েছে তার আইডিতে। সেসব ঘেঁটে দেখা গেছে, ইসরায়েল সংক্রান্ত পোস্টগুলোতে ইসরায়েলকে ‘ইসরানরক’ (ইসরাহেল) এবং ইহুদি ধর্মাবলম্বীদের নাৎসী, বর্ণবাদী এবং পরজীবী বলে সম্বোধন করেছেন তিনি। ইহুদিদের উপসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের পৃথিবী থেকে নির্মূল করার জন্য নাৎসী বাহিনী যে গণহত্যা (হলোকাস্ট) চালিয়েছিল, তাকেও ‘ধাপ্পাবাজী’ বলে উল্লেখ করেছেন কুয়েভা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.