শুক্রবার (২৬জানুয়ারি) ভেনেজুয়েলার বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিয়া কোরিনা মাচাদোকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বছরের প্রাথমিক নির্বাচনে মাচাদো খুব সহজেই জিতেছিলেন। তাকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করা হলো। আদালত বিরোধী নেতা মাচাদোর সরকারি দায়িত্ব থেকে ১৫ বছরের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। এছাড়াও দুইবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসকে সম্ভাব্য বিরোধী নেতা হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। খবর এএফপির
যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো নির্বাচনের আগে অযোগ্য-ঘোষিত বিরোধী প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বারবার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলায় নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
গত বছর মাদুরো সরকার ও বিরোধীরা ক্যারিবীয় দ্বীপ বার্বাডোজে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আলোচনায় সম্মত হয়। এ বছর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উপস্থিত থাকবেন।
তবে মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা স্পষ্ট করেননি; যদিও মাদুরো তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন বলে ভাবা হচ্ছে।