আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ন্যাটোর বড় ধরনের মহড়াকে স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ও অপরবর্তনীয় ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকসান্দার গ্রুশকো।
গতকাল রোববার (২২ জানুয়ারি) তিনি এসব কথা বলেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, আগামী সপ্তাহে মহড়া শুরু করছে ন্যাটো। কয়েক মাস ধরে এটি চলবে। গত কয়েক দশকের মধ্যে এটি হবে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।
গ্রুশকো বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে, তার আরেকটি উপাদান এই মহড়া।’
গ্রুশকো আরও বলেন, ৯০ হাজার সেনা ও ৩১টি দেশ মিলে ন্যাটোর এ ধরনের মহড়া চালানোর মানে হলো স্নায়ুযুদ্ধে নিশ্চিতভাবে এবং অপরিবর্তনীয়ভাবে ফিরে যাওয়া, যেখানে সামরিক পরিকল্পনা, সম্পদ ও অবকাঠামোকে রাশিয়াকে মোকাবিলা করার জন্য সাজানো হয়েছে।’ এ মহড়ার পেছনে এটাই মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
এদিকে গত বৃহস্পতিবারের ঘোষণায় ন্যাটো সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করেনি বলে জানিয়েছিল আল জাজিরা। তবে জোটের শীর্ষ কৌশলগত নথিতে রাশিয়াকে সদস্যদেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।