পানির তলদেশে ‘পারমাণবিক অস্ত্রব্যবস্থার’ পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের এক যৌথ নৌ মহড়ার প্রতিক্রিয়ায় এ পরীক্ষা চালানো হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ খবরটি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ত্রিদেশীয় এ মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আর সে কারণে এর জবাব দিতে পিয়ংইয়ং কোরিয়ার ইস্ট সিতে (জাপান সাগর) পানির তলদেশে নির্মাণাধীন ‘হাইল-৫-২৩’ পারমাণবিক অস্ত্রব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।
আজ পিয়ংইয়ং বলেছে, এ ধরনের মহড়ার কারণে আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের আরও অবনতি হতে দেখা গেছে।