আগামী সপ্তাহে বড় মহড়া শুরু করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কয়েক মাসের এ মহড়ায় প্রায় ৯০ হাজার সেনা অংশ নেবেন। এটি স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সামরিক জোটটির শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি এ কথা বলেছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে জাতীয় প্রতিরক্ষাপ্রধানদের সঙ্গে দুই দিনের বৈঠকের পর ক্যাভোলি সাংবাদিকদের বলেন, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের এ মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, তার অনুশীলন করবে ন্যাটো।
তিনি আরও বলেন, রাশিয়াকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে কয়েক দশক ধরে এসব পরিকল্পনা সাজিয়েছে জোটটি।
এ মহড়ায় ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৮০টির বেশি যুদ্ধবিমান থাকবে। এ ছাড়া ১৩৩টি ট্যাংকসহ অন্তত ১ হাজার ১০০টি যুদ্ধযান থাকবে।
ন্যাটোর তথ্যানুসারে, এর আগে এ ধরনের বড় আকারের মহড়া হয়েছিল ১৯৮৮ সালে, স্নায়ুযুদ্ধের সময়ে। তখন ১ লাখ ২৫ হাজার সেনা মহড়ায় অংশ নিয়েছিলেন। আর ২০১৮ সালের এক মহড়ায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার সেনা।