× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া করছে ন্যাটো

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ এএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ এএম

ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে বড় মহড়া শুরু করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কয়েক মাসের এ মহড়ায় প্রায় ৯০ হাজার সেনা অংশ নেবেন। এটি স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সামরিক জোটটির শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি এ কথা বলেছেন।

বেলজিয়ামের ব্রাসেলসে জাতীয় প্রতিরক্ষাপ্রধানদের সঙ্গে দুই দিনের বৈঠকের পর ক্যাভোলি সাংবাদিকদের বলেন, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের এ মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, তার অনুশীলন করবে ন্যাটো।

তিনি আরও বলেন, রাশিয়াকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে কয়েক দশক ধরে এসব পরিকল্পনা সাজিয়েছে জোটটি।

এ মহড়ায় ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৮০টির বেশি যুদ্ধবিমান থাকবে। এ ছাড়া ১৩৩টি ট্যাংকসহ অন্তত ১ হাজার ১০০টি যুদ্ধযান থাকবে।

ন্যাটোর তথ্যানুসারে, এর আগে এ ধরনের বড় আকারের মহড়া হয়েছিল ১৯৮৮ সালে, স্নায়ুযুদ্ধের সময়ে। তখন ১ লাখ ২৫ হাজার সেনা মহড়ায় অংশ নিয়েছিলেন। আর ২০১৮ সালের এক মহড়ায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার সেনা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.