স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ যাত্রী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে উচ্চগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে সংঘর্ষে লিপ্ত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী ‘আইরিও ৬১৮৯’ নম্বর ট্রেনটি কর্ডোবার আদামুজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। এসময় ট্রেনটি পাশের ট্র্যাকে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিভিশন এস্পানোলা (টিভিই) জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৪০০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনটির চালকও রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে হতাহতদের উদ্ধার করে আদামুজসহ নিকটস্থ হাসপাতালগুলোতে প্রেরণ করেছেন।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "একটি সোজা ট্র্যাকে ট্রেন এভাবে লাইনচ্যুত হওয়া অত্যন্ত অস্বাভাবিক, বিশেষ করে যখন গত বছরের মে মাসে এই রেললাইনের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছিল।" ব্ল্যাক বক্স উদ্ধার ও কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সমস্ত রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আদিফ। উদ্ধারকাজ তদারকি করতে সংস্থাটির প্রেসিডেন্ট ও উর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।