× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের শান্তি পর্ষদ: সদস্য হতে লাগবে ১০০ কোটি ডলার, ইসরায়েলের আপত্তি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

গাজার যুদ্ধপরবর্তী পরিস্থিতি তদারকি ও পুনর্গঠন প্রক্রিয়ায় নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উচ্চাভিলাষী পর্ষদে স্থায়ী সদস্য পদ পেতে প্রতিটি দেশকে ১০০ কোটি মার্কিন ডলার অনুদান দিতে হবে। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, এই বিশাল অঙ্কের অর্থ মূলত যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন তহবিলে ব্যয় করা হবে।

শান্তি পর্ষদের খসড়া সনদ অনুযায়ী, স্থায়ী সদস্য পদের জন্য আর্থিক বাধ্যবাধকতা থাকলেও তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত অস্থায়ী সদস্যদের ক্ষেত্রে কোনো অনুদান দিতে হবে না। ট্রাম্পের এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম এতে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, জর্ডান, গ্রিস এবং সাইপ্রাসও আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর ও আর্জেন্টিনার মতো দেশগুলোকেও এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আগামী কয়েক দিনের মধ্যে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক চলাকালীন সদস্যদের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারেন ট্রাম্প। এই পর্ষদ মূলত গাজায় নতুন ফিলিস্তিনি কমিটি গঠন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন তদারকি করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পর্ষদ ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বিশেষ করে গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং মার্কিন ভেটোর কারণে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষাপটে ট্রাম্পের এই ‘বোর্ড অব পিস’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্পের এই উদ্যোগের সফল বাস্তবায়নে একটি শক্তিশালী নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা রয়েছেন। তবে অবাক করার মতো বিষয় হলো, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই কমিটির গঠন নিয়ে আপত্তি তুলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের দাবি, ইসরায়েলের সাথে কোনো সমন্বয় ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে, যা তাদের জাতীয় নীতির পরিপন্থী।

বর্তমানে গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই সন্ধিক্ষণে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার পরিকল্পনা বাস্তবায়নে কাতার, মিশর ও তুরস্কের প্রতিনিধিরাও নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.