গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থানের প্রতিবাদে ডেনমার্কের রাস্তায় সাধারণ মানুষের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইউরোপের আট মিত্র দেশের ওপর নতুন করে কঠোর বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বিপজ্জনক খেলা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ভূ-রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ইউরোপের দীর্ঘদিনের মিত্রতায় এখন বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। জুনের মধ্যে এই হার ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যতক্ষণ না ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রির চুক্তিতে সই করছে, ততক্ষণ এই শুল্ক বহাল থাকবে। তিনি দাবি করেন, ডেনমার্ক ও ইইউ এতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ভর্তুকি’ নিয়ে এসেছে, এখন তা ফেরত দেওয়ার সময়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যা দিয়ে বলেন, "ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপ করে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।" ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ একে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করে বলেন, কোনো ধরনের হুমকিতে ইউরোপ দমে যাবে না। অন্যদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা আন্তর্জাতিক আইন রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত এলাকা। উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যবর্তী অবস্থানের কারণে এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও জাহাজ পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের দাবি, চীন বা রাশিয়ার প্রভাব রুখতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা জরুরি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন ‘সহজ’ অথবা ‘কঠিন’—যেকোনো উপায়ে এর নিয়ন্ত্রণ নেবে।
ইউরোপীয় পার্লামেন্টের রক্ষণশীল ইপিপি গ্রুপের প্রধান ম্যানফ্রেড ওয়েবার জানিয়েছেন, ট্রাম্পের এই হুমকির মুখে প্রস্তাবিত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তি স্থগিত করা হতে পারে। তিনি মার্কিন পণ্যের ওপর পাল্টা ব্যবস্থা হিসেবে শূন্য শতাংশ শুল্ক সুবিধা বাতিলের দাবি জানান।
বর্তমানে ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ গ্রিনল্যান্ডে নজরদারি মিশন হিসেবে অল্পসংখ্যক সেনা মোতায়েন করেছে। একে ‘বিপজ্জনক খেলা’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অন্যদিকে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, যেকোনো সামরিক পদক্ষেপ আটলান্টিক পাড়ের এই প্রতিরক্ষা জোটের (ন্যাটো) অস্তিত্ব বিলীন করে দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
